Homeদেশের গণমাধ্যমেময়মনসিংহে বেগম রোকেয়া দিবস পালন

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবস পালন

[ad_1]

ময়মনসিংহে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে নানা আয়োজনের মধ্য দিয়ে রোকেয়া দিবস পালন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দায় বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বীর জন্যই তাদের উপার্জনক্ষম হতে হবে। নারী মুক্তির দিশারী বেগম রোকেয়ার যখন জন্ম হয় তখন এদেশের নারীদের প্রকৃতপক্ষে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ ছিল না। ঘরের বাইরে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ ছিল। সে সময়ে বেগম রোকেয়া নিজের চেষ্টায় লেখাপড়া করে নিজেকে তৈরি করেছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর সমান অধিকারের জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমৃত্যু লড়াই করেন। বেগম রোকেয়া তার ‘সুলতানার স্বপ্ন’ গল্পে সেই সময়েই বাল্যবিয়ে বন্ধ করার আইন প্রণয়নের গুরুত্বের কথা ভেবেছেন। শতবর্ষ পূর্বের তার সেই মহান ভাবনাকে সামনে রেখে আজকে আমরা সবাই মিলে বাল্যবিয়ে বন্ধ করার জন্য একযোগে কাজ করে যাচ্ছি।

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মাহাবুবর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহতাব উদ্দিন, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক শাহরিনা জাহান। আলোচনা শেষে প্রশিক্ষণ সেন্টারের দক্ষ প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত