Homeদেশের গণমাধ্যমেমাদারীপুরের ডিমচরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

মাদারীপুরের ডিমচরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

[ad_1]


মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৪ এপ্রিল ২০২৫  
আপডেট: ১৪:৩৮, ৪ এপ্রিল ২০২৫

মাদারীপুরের ডিমচরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

ইউনুস সরদার (ফাইল ফটো)


মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের বাসিন্দা মফিজ সরদারের ছেলে ইউনুস সরদার (৫০) এর হাত কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক। 

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে ইউনুস সরদারের ওপর এ হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা ।

ইউনুস সরদারের পরিবারের অভিযোগ, শুক্রবার ভোরে ইউনুস সরদারের ঘরে প্রবেশ করে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় । এ সময় ঘরে লুটপাট করে এবং ইউনুসকে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার হাত বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে এলে ইউনুসের স্ত্রীকেও পিটিয়ে জখম করে। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। 

পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে।

মাদারীপুরের কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, “কারা কেন হামলা চালিয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ শুরু করেছে। কি কারণে হামলা হয়েছে তদন্তের পরে বলা যাবে।”

ঢাকা/বেলাল/টিপু 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত