[ad_1]
মাদারীপুরের শিবচর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে সুলতান শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি চারজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদবরের চর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল সরদার ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঙ্গে একই এলাকার শ্রমিক দল নেতা মো. নাসির ও সুলতান শেখের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি আজিজুল সরদার ও জসিম মোল্লা তাঁদের লোকজন নিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
[ad_2]
Source link