Homeদেশের গণমাধ্যমেমাদারীপু‌রে তিন হত্যার ঘটনায় গ্রেপ্তার ১১

মাদারীপু‌রে তিন হত্যার ঘটনায় গ্রেপ্তার ১১

[ad_1]

মাদারীপুরের কালকিনিতে তিন হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপু‌রে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়টি জানান মাদারীপুরের পু‌লিশ সুপার মো. সাইফুজ্জামান।

আরো পড়ুন: মাদারীপুরে ৩ খুনে এলাকা পুরুষশূন্য, তদন্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

এর আগে গতকাল সোমবার রাতে মামলার অন্যতম আসামি ফয়সাল তালুকদারকে নিয়ে অভিযানে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুকুল বেপারী, ফয়সাল তালুকদার, রবিউল তালুকদার, অমিত তালুকদার, সম্রাট তালুকদার, বেলায়েত মৃধা, মাহবুব আলম, শান্ত হাওলাদার, মোতালেব হোসেন, মতু হাওলাদার ও বেলায়েত মৃধা। এদের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি জখমের মামলা রয়েছে।

পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, গত ২৭ ডিসেম্বর সংগঠিত তিন খুনের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা ও একটি জখমের মামলা হয়েছে। এতে প্রায় ২০০ জনকে এজাহারভুক্ত আসামি এবং আরো প্রায় ২০০ জনকে নাম না জানা আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন: কালকিনিতে সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ নিহত ৩ 

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তার আর স্থানীয় দ্বন্দ্বের জেরে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণেই এই ৩ জন খুন হয়েছেন বলে স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের দাবি।

নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিন শিকদার আগে বলেছিলেন, “আমাদের বাড়ি-ঘর কয়েকদিন আগে সুমন চেয়ারম্যানের লোকজন পুড়িয়ে দেয়, আর সেই পোড়া বাড়ি ঢাকা থেকে দেখতে আসছিল আক্তার আর আমার নাতি মারুফ। তাদের ওপর হামলা করে নির্মমভাবে হত্যা করেছে সুমন ও তার লোকজন। আমার আর কোন ছেলেও নেই, নাতিও নেই। আমার পুরো বংশ শেষ করে দিল। আমি এদের বিচার চাই।”  



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত