Homeদেশের গণমাধ্যমেমানুষকে পানির কষ্ট দিতে ঢাকা ওয়াসায় সরকারবিরোধী চক্র সক্রিয়

মানুষকে পানির কষ্ট দিতে ঢাকা ওয়াসায় সরকারবিরোধী চক্র সক্রিয়

[ad_1]

ঢাকা ওয়াসাকে অস্থিতিশীল করে নগরবাসীকে পানিতে কষ্ট দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ঢাকা ওয়াসায় সরকারবিরোধী চক্র সক্রিয় রয়েছে। তারা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি এবং বিভিন্ন নামস্বর্বস্ব গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ডে জড়িতরা বিগত সময়ে দুর্নীতির দায়ে চাকুরিচ্যুতও হয়েছেন। যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় কর্মচারীদের বদলি, পদোন্নতি এবং চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্তদের স্থায়ী করানোর আশ্বাসে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কার্যালয়ে ‌‘চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক সভায় শ্রমিক নেতারা এসব কথা বলেন। এসময় সভায় ঢাকা ওয়াসার বিভিন্ন রাজস্ব জােনের জাতীয়তাবাদী নেতারা চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

তারা বলেন, যারা ওয়াসার ভালো চায় না। তারা ওয়াসার কর্মী থেকে শুরু করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও অপ্রচার চালাচ্ছে। তারা চায় ওয়াসাকে পঙ্গু করে দিতে। যাতে করে নগরবাসী পানিতে কষ্ট পায়। এই সুযোগে যেন তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াতে পারে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান বলেন, আমরা আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত হয়েছি। এখানে বদলি, পদোন্নতিসহ বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হতো। ওয়াসার সব জায়গায় তাকসিমের সহযোগীরা এখনো রয়ে গেছে। আমরা বলতে চাই শ্রমিকদের পদোন্নতি, বদলি, পদায়ন এবং আওয়ামী লীগের দালালরা যেখানে বসে আছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, এখন আমরা যখন আমাদের ভাইদের জন্য কাজ শুরু করেছি তখন সেই পুরনো চক্র আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে। ওয়াসা ফেইল করলে রাজধানীর পানি ব্যবস্থাপনা ভেঙে পড়বে। এমনটা করতে পারলে তারা ৫ আগস্টের অর্জনকে শেষ করে দিতে পারবে।

স্বাগত বক্তব্যে ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী বলেন, তাকসিমের সময় শ্রমিকরা দুজন মিলে কথা বলার সাহস করতে পারেনি। শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতন না করলেও মানসিক নির্যাতন করেছে। 

এমএমএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত