[ad_1]
এ বিষয়ে শামসুল আলম বলেন, ‘বুধবার বেলা ১১টার দিকে নওগাঁয় আদালতে একটা কাজে গিয়েছিলাম। ওই সময় একটা অপরিচিত নম্বর থেকে কল আসে। নিজেকে চাংলার সৌখিন পরিচয় দিয়ে আমার কাছ থেকে টাকা দাবি করা হয়। শুনতেছি, মামলায় অভিযুক্ত অন্যদের কাছ থেকেও এভাবে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে।’
শামসুল আলমের কাছ থেকে ‘অপরিচিত’ মুঠোফোন নিয়ে যোগাযোগ করেন এ প্রতিবেদক। ফোন ধরেন বিএনপি বেলাল হোসেন। তবে তিনি দাবি করেন, ‘শামসুল চেয়ারম্যানের সঙ্গে আমার কথাই হয়নি। যেটা ছড়াছে, এটা সম্পূর্ণ ভুয়া। আমি মামলার বাদী। আমাকে ফাঁসানোর জন্য কেউ এডিট করে ফেসবুকে এটা ছাড়ছে।’
[ad_2]
Source link