প্রথম সিনেমা দিয়ে আলোচনায় আসার পরে ব্যস্ততা বেড়ে যায়। পরপর তিনি ছয়টি সিনেমায় নাম লেখান। তিনি ‘বেঙ্গল টাইগার’, ‘ভিলেন’, সিরিজ ‘ফারজি’, ‘রুদ্র: দ্য এজ অব ড্রার্কনেস’সহ বেশ কিছু কাজ দিয়ে ক্যারিয়ার এগিয়ে নেন। এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর চারটি সিনেমা। অভিনয়ের বাইরে তিনি নিয়মিত গানও করছেন।ছবি: ফেসবুক