Homeদেশের গণমাধ্যমেমার্কিন বিমান হামলায় সিরিয়ায় আল-কায়েদা নেতার মৃত্যু

মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আল-কায়েদা নেতার মৃত্যু

[ad_1]

উত্তর-পশ্চিম সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার সহযোগী একটি সংগঠনের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। রবিবার (১৬ ফেব্রুয়ারি)এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, নিহত ব্যক্তি ‘সন্ত্রাসী সংগঠন হুররাস আল-দিনের একজন শীর্ষ অর্থ ও লজিস্টিক কর্মকর্তা’  ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে হামলা সম্পর্কে কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি সেন্টকম।

দীর্ঘদিন ধরেই মার্কিন বাহিনী হুররাস আল-দিন গোষ্ঠীর নেতাদের টার্গেট করে হামলা চালিয়ে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযান ‘সেন্টকমের চলমান প্রতিশ্রুতির অংশ, যা অঞ্চলটির অংশীদারদের সঙ্গে মিলে সন্ত্রাসীদের পরিকল্পনা, সংগঠন ও হামলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত ও দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।’

গত ৩০ জানুয়ারি সিরিয়ায় হুররাস আল-দিনের আরেকজন নেতা মার্কিন সামরিক বাহিনীর এক বিমান হামলায় নিহত হন। উত্তর-পশ্চিম সিরিয়ার বাতাবো গ্রামের কাছে মহাসড়কে তার গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ সেনা সিরিয়ায় মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তারা। ২০১৪ সালে এই জোট গঠিত হয়েছিল, যখন এই সশস্ত্র গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত