[ad_1]
২০২১ সালের পর পরিস্থিতি যে আর আগের মতো নেই, সেটিও স্বীকার করেছেন সুজাইন, ‘মালদ্বীপ তো একসময় বাংলাদেশের কাছে ৮ গোলেও হেরেছে। সুদূর অতীতে বাংলাদেশের ধারেকাছেও মালদ্বীপ ছিল না। সেই পরিস্থিতি বদলে গিয়েছিল পুরোপুরি। আমরা বাংলাদেশকে বলেকয়ে হারিয়েছি। এখন বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে, উন্নতি করছে। সেই প্রমাণ তারা রেখেছে।’
বাংলাদেশ স্কোয়াডে নেই জামাল ভূঁইয়া। তাঁর বদলে কাল মালদ্বীপের বিপক্ষে অধিনায়কত্ব করবেন তপু বর্মণ। তাঁর অনুপ্রেরণা সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী দল ও নেপাল থেকে আরেকটি সাফ জিতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দল, ‘আমরা নারী দল ও অনূর্ধ্ব–২০ দলকে অভিনন্দন জানাই। দারুণ খেলেই তারা জিতেছে। আমরাও চাই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি জিতে সবাইকে আনন্দিত করতে।’
আন্তর্জাতিক ম্যাচে গোল করতে না পারা বাংলাদেশের সবচেয়ে বড় অসুখ। গত এক বছরে আট ম্যাচ খেলে বাংলাদেশ গোল করেছে মাত্র দুটি। তপুর কথা, ‘আমরা গোল করতে পারছি না, তবে চেষ্টা করে যাচ্ছি। যে ম্যাচে আমরা গোল করি, সেটি আমরা হারি না। কাল মালদ্বীপের বিপক্ষেও আমরা গোল করতে চাই।’
[ad_2]
Source link