[ad_1]
আলিয়া জানান, মা হওয়ার ফলে আরও সহানুভূতিশীল হয়ে উঠেছেন তিনি। ‘মনে হয় হৃদয়টা এখন পুরোপুরি খোলা। একধরনের সংবেদনশীলতা তৈরি হয়েছে, যেটা আগে কখনো অনুভব করিনি। আমি আর আগের সেই মানুষটা নেই। আর নিজে বদলে যাওয়ায় চিন্তাভাবনাও বদলে গেছে। আমি আগের মতো ভাবি না, এটাও একপ্রকার প্রাকৃতিক পরিবর্তন,’ বললেন তিনি।
আলিয়া জানান, মা হওয়ার পর নতুন মায়েদের সঙ্গে কোনো কথা না বলেও একধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। তাঁর ভাষ্যে, ‘আমি এখন অনেক সময় কোনো কথা না বলেও বুঝিয়ে দিতে পারি, আর তাঁরাও সেটা বুঝে ফেলেন।’
[ad_2]
Source link