[ad_1]
এমন কন্ডিশনে বিদেশিদের চেয়ে বাংলাদেশের খেলোয়াড়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই ভাবছেন আর্থার, ‘এই লিগ জয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে লোকাল পারফর্মারদের পারফরম্যান্স। প্রতিটি একাদশে ৭ জন স্থানীয় ক্রিকেটার থাকবে। এটা অবশ্যই আপনাকে অ্যাডভান্টেজ দেবে। প্রতিটি দলই ভালো। বরিশাল আউটস্ট্যান্ডিং। অনেক ভালো বিদেশি আছে দলে সঙ্গে স্থানীয়রাও, বলতে গেলে প্রায় জাতীয় দল। সঙ্গে শাহিন আফ্রিদি, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, ডেভিড ম্যালান, জেমস ফুলার… দলটা অনেক ভালো। তবে ২০ ওভারের ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে।’
বরিশালকে ফেবারিট মানলেও নিজের দল নিয়েও খুব আশাবাদী ৫৬ বছর বয়সী এই কোচ, ‘আমি খেলোয়াড়দের চিনি। তাদের যথেষ্ট মেধাবী। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো খুব কঠিন হবে। তবে সবার আগে শেষ চারে জায়গা করে নিতে হবে।’
[ad_2]
Source link