Homeদেশের গণমাধ্যমেমিনি হাসপাতালে জাতীয় দল | কালবেলা

মিনি হাসপাতালে জাতীয় দল | কালবেলা

[ad_1]

ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মিনি হাসপাতালে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়—সবাই চোটের সঙ্গে লড়ছেন এখন। ওয়ানডে সিরিজে তিনজনকেই না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

একই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও নাজমুল হোসেন ও হৃদয়কে সবকয়টি ম্যাচে পাওয়ার ব্যাপারে থেকে যাচ্ছে শঙ্কা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আপাতত তিনজনকেই বিবেচনার বাইরে রেখে ওয়ানডে সিরিজের দল তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নির্বাচকরা। দু’একদিনে মধ্যেই ঘোষণা হতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল।

আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন মুশফিক ও নাজমুল হোসেন। উইন্ডিজের বিপক্ষে মুশফিকের আর খেলা হচ্ছে না। নাজমুলের প্রথম দুই স্ক্যান রিপোর্ট বলছে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা নেই তার। তবে টি-টোয়েন্টিতে খেলতে পারবেন কী না, সেটা নির্ভর করছে তৃতীয় ধাপে করা স্ক্যানের রিপোর্টের ওপর। ঠিক কবে নাগাদ সেটা করা হবে, তাও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে শনিবার (৩০ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে আধঘণ্টার মতো ফিল্ডিং করতে দেখা যায় নাজমুলকে। যদিও এটা রিহ্যাবেরই একটি অংশ বলে জানা গেছে। তৃতীয় পরীক্ষার আগে পুরোপুরি কোনো কিছুই নিশ্চিত নয়।

নতুন করে চোট পেয়েছেন হৃদয়। অনুশীলন করতে গিয়ে কুঁচকিতে পাওয়া চোট নিয়ে বগুড়া থেকে শনিবার মিরপুরে এসেছিলেন তিনি। চোটের পরিস্থিতি পরিষ্কার হতে বিকেলে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) করা হয়েছে তরুণ এই ব্যাটারের।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের খেলা সম্ভাবনা নেই হৃদয়ের। একই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে কী না, সেটাও নির্ভর করছে রিপোর্টের ওপর। তবে চোটের অবস্থা মোটেও স্বস্তির বার্তা দিচ্ছে না বলেও জানা গেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত