[ad_1]
রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জন আহত হয়েছেন। তারা হলেন, রুমা (১৫) ও আলামিন (১৭)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই দুই জন ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় দুই জন জন আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’
আহত পোশাক শ্রমিক আলামিনের বাবা আব্দুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার সকালে ওই কারখানায় আলামিন ডিউটিতে ছিল। পরে বাইরে বিক্ষোভ দেখে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় সে গুলিবিদ্ধ হয়ে আঘাতপ্রাপ্ত হয়।’
অপর শ্রমিক রুমা কীভাবে আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামেন ‘ডায়ানা’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। আন্দোলনের এক পর্যায়ে তারা সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন ধরিয়ে দেন।
[ad_2]
Source link