[ad_1]
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:২১, ১৭ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)।
নিহত রুবেল বড়ুয়ার ভাই বিপ্লব বড়ুয়া বলেন, ‘‘রুবেল, সানি ও নিপু গত রাতে কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে।’’
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব
[ad_2]
Source link