Homeদেশের গণমাধ্যমেমির্জা ফখরুল সস্ত্রীক লন্ডন পৌঁছেছেন

মির্জা ফখরুল সস্ত্রীক লন্ডন পৌঁছেছেন

[ad_1]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে এসে পৌঁছে‌ছেন। হি‌থ্রো বিমানবন্দ‌রে তা‌কে যুক্তরাজ্য বিএন‌পির শত শত নেতাকর্মী স্বাগত জানান। এসময় যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, শরীফুজ্জামান চৌধুরী তপন, কামাল উদ্দীন, পার‌ভেজ ম‌ল্লিক, নাসির আহমদ শাহীন, সে‌লিম আহমদসহ সংগঠ‌নের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

মির্জা ফখরুল‌কে স্বাগত জানা‌তে যুক্তরাজ্য বিএন‌পির উদ্যো‌গে প্রস্তু‌তি সভাও অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মহাস‌চিব‌কে স্বাগত জানা‌তে বিমানবন্দ‌রে অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মীরা আলাপকা‌লে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ব‌লেন, মূলত মহাস‌চি‌বের স্ত্রী রাহাত আরা বেগ‌মের চি‌কিৎসার জন্য মহাস‌চিব লন্ড‌নে এসেছেন। বিমানবন্দর থেকে তারা সরাসরি হো‌টে‌লে চ‌লে গে‌ছেন। এ সফ‌রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যা‌ন তা‌রেক রহমানের সা‌থে মহাস‌চিবের সাক্ষাৎ ও বৈঠক হ‌বে।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দ‌লের সভাপতি না‌সির আহ‌মেদ শাহীন শ‌নিবার স্থানীয় সময় সন্ধ্যায় বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, মহাস‌চি‌বের সম্মানে আগামী তিন ডি‌সেম্বর লন্ড‌নের র‌য়েল রি‌জে‌ন্সি হ‌লে বড় প‌রিস‌রে এক‌টি অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএন‌পি। মহাসচিব আগামী দশ ডি‌সেম্বর পর্যন্ত লন্ড‌নে থাক‌বেন। এগা‌রো ডি‌সেম্বর তি‌নি বাংলা‌দে‌শের উদ্দেশে লন্ডন ত্যাগ কর‌বেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত