Homeদেশের গণমাধ্যমেমেন্টরস স্টাডি অ্যাব্রোড-ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইন দ্য ইউকে এক্সপো সোমবার

মেন্টরস স্টাডি অ্যাব্রোড-ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইন দ্য ইউকে এক্সপো সোমবার

[ad_1]

মেন্টরস স্টাডি অ্যাব্রোড এবং ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে স্টাডি ইন দ্য ইউকে এক্সপো।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের অডিটোরিয়ামে এক্সপোটি অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই এক্সপোতে থাকছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এডমিশন ও স্কলারশিপের ব্যাপারে যাবতীয় তথ্যগ্রহণ করার সুযোগ। পাশাপাশি নিজেদের একাডেমিক এবং প্রফেশনাল প্রোফাইল যাচাই করে নেওয়ারও সুযোগ পাবেন তারা।

এছাড়াও মেন্টরস স্টাডি অ্যাব্রোডের এক্সপার্ট কাউন্সেলরদের সাহায্যে তারা পাবেন নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির জন্য আবেদন করার সুযোগ।

কেবল অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়েই নয়, এক্সপোটিতে যুক্তরাজ্যে শিক্ষার্থী হিসেবে যাওয়ার এবং থাকার ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং মেন্টরস স্টাডি অ্যাব্রোডের কাউন্সেরলরদের কাছ থেকে।

আগ্রহী শিক্ষার্থীরা এক্সপোটিতে ভিজিট করবার জন্য রেজিস্টার করতে পারেন এই লিঙ্কে ক্লিক করে : https://tinyurl.com/mrxtmrmb। আরও তথ্যের জন্য ভিজিট করতে পারেন মেন্টরস স্টাডি অ্যাব্রোডের ফেইসবুক পেজে : https://www.facebook.com/MentorsSA।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত