Homeদেশের গণমাধ্যমেমেলবোর্নে শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মেলবোর্নে শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

[ad_1]

ভারত-অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের শুরুতেই হয়ে গেলো নাটক। আর সেটা ঘটেছে থার্ড আম্পায়ারের দেওয়া একটি সিদ্ধান্ত নিয়ে! 

তখন চলছিল ভারতের ইনিংসের ১১৯তম ওভার। প্যাট কামিন্সের ডেলিভারিতে মোহাম্মদ সিরাজের ব্যাট ছুঁয়ে বল স্লিপ ফিল্ডারের কাছে গিয়েছিল। অজিরা আউটের আবেদন করলে অনফিল্ড আম্পায়ার আউট নিয়ে নিশ্চিত ছিলেন না। তাই পুরো নিশ্চিত হতে সেটা পাঠান থার্ড আম্পায়ারের কাছে। আর এই টেস্টে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি রিভিউ দেখার পর জানিয়ে দেন, সিরাজের ব্যাট ছুঁয়ে গেলেও মাটিতে স্পর্শ করেছিল বল। নটআউটের আর এই সিদ্ধান্ত নিয়েই চলছে বিতর্ক। মাঠে কামিন্স ও অজি খেলোয়াড়রা মোটেও সন্তুষ্ট ছিলেন না। কিছুক্ষণ তর্ক-বিতর্কের পর অজি অধিনায়ক কামিন্স নতুন করে রিভিউ নিতে চেয়েছিলেন। কিন্তু মাঠের আম্পায়াররা তাকে সাফ জানিয়ে দেন, ইতোমধ্যেই সিদ্ধান্ত দিয়েছেন থার্ড আম্পায়ার। তাই সেটা নতুন করে রিভউ করার সুযোগ নেই।

এই ঘটনায় অজি খেলোয়াড়রা যেমন অসন্তুষ্ট ছিলেন। ধারাভাষ্য কক্ষেও চলে এর আলোচনা।  অ্যাডাম গিলক্রিস্ট যেমন বলছিলেন, ‘আমার মনে হয় এটা আরও গভীরভাবে দেখা উচিত ছিল।’

রবি শাস্ত্রীও একই মন্তব্য করে বলেছেন, ‘আম্পায়ার বলেছে বলটা ব্যাটে স্পর্শ করার পর মাটিতে বাউন্স করেছে। কিন্তু সিদ্ধান্তটা ছিল খুব দ্রুত। শুধু দু’বার রিপ্লে দেখা হয়েছে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত