[ad_1]
আরও একবার নিজেদের মাঠে মেসির খেলা দেখতে বঞ্চিত হওয়া দর্শকের জন্য একটি ‘ক্ষতিপূরণ’ উদ্যোগ নিয়েছে হিউস্টন ডিনামো। যেসব দর্শক মায়ামির বিপক্ষে এবারের ম্যাচটির জন্য টিকিট কিনেছেন, তাঁরা ডিনামোর পরের যেকোনো ম্যাচে সৌজন্য টিকিট পাবেন। অর্থাৎ মেসি না খেলায় একটি ম্যাচের টিকিট ফ্রি দেওয়া হবে।
এর কারণ উল্লেখ করতে গিয়ে ডিনামোর বিবৃতিতে লেখা হয়, ‘সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ফরোয়ার্ড লিওনেল মেসি নেই। তিনি হিউস্টনে আসছেন না। দুর্ভাগ্যজনকভাবে, প্রতিপক্ষ দলে কে খেলবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’
হিউস্টনের পর ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শুক্রবার, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ শেষ ষোলোর ম্যাচটিতে মায়ামির প্রতিপক্ষ জ্যামাইকান ক্লাব ক্যাবালিয়ার এসসি।
[ad_2]
Source link