Homeদেশের গণমাধ্যমেমোংলায় নারীকে কুপিয়ে হত্যা, যুবকের বিরুদ্ধে অভিযোগ 

মোংলায় নারীকে কুপিয়ে হত্যা, যুবকের বিরুদ্ধে অভিযোগ 

[ad_1]

বাগেরহাটের মোংলার মাকড়ঢোন এলাকায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখনও এ ঘটনায় হত্যায় সম্পৃক্ত ওই যুবককে আটক করতে পারেনি পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়িতে ঢোকেন একই এলাকার মাইকেল মধুসূদন সড়কের বাসিন্দা তন্ময় মন্ডল (৩৫)। তন্ময় ওই বাড়িতে ঢুকে বাড়ির মালিক সুনিলকে খুঁজতে থাকেন বলে দাবি পরিবারের।

সুনীল বাড়িতে না থাকায় তার স্ত্রী সবিতা মল্লিক বের হলে তাকে জিজ্ঞেস করেন- সুনীল কোথায়। সবিতা মল্লিক বলেন- তিনি বাড়িতে নেই, প্রাইভেট পড়াতে গেছেন। তখন তন্ময় তাকে বাড়ির ভেতর থেকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য বললে সবিতা মল্লিক তাকে এগিয়ে দিতে যান। এগিয়ে দিতে বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলেই তন্ময় তাকে দা দিয়ে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেন বলে দাবি করছে পরিবারটি।

এরপর সেখান থেকে আবারও ফিরে সুনীলের বাড়িতে গিয়ে তাদের মেয়ে হ্যাপী মল্লিককে (২৫) মারধর করতে থাকেন এবং তাকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন তন্ময়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে তন্ময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহত হ্যাপী তার মাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তিনি তার মাকে (সবিতা) উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন কালবেলাকে বলেন, রক্তক্ষরণ হয়ে অন্যথায় পানিতে ফেলে দেওয়ায় ডুবে ঘটনাস্থলে কিংবা পথে তার মৃত্যু হয়েছে।

অভিযুক্ত তন্ময় মাকড়ঢোনের কালিপদ মন্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইকচালক।

তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা ও পুলিশ সুনিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।

এ ঘটনায় মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান কালবেলাকে বলেন, এটা নিশ্চিত একটি হত্যাকাণ্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীকে ধরা গেলে মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত