ম্যাচে মোস্তাফিজুর রহমানের শেষ বল। ঠিকঠাক ব্যাটে নিতে পারলেন না মার্কাস স্টয়নিস। বল উঠল ওপরে, ক্যাচের জন্য মিড উইকেটের দিকে দৌড়ালেন মোস্তাফিজসহ দুজন। কিন্তু মুখোমুখি সংঘর্ষ বেধে যাবে বলে শেষ চেষ্টা কেউই করলেন না। বল পড়ল একটু সামনে, ফাঁকায়।
দুজনের একজন ক্যাচটা নিতে পারলে মোস্তাফিজের উইকেটসংখ্যা বাড়ত আরও একটি। তবে সেটা না হলেও আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো বোলিংয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার চার ওভার বল করে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে দুটিই ডেথ ওভারে।