[ad_1]
দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস কিছুটা গুছিয়ে শুরু করে। তবে ফিনিশিংটা ঠিকঠাক হচ্ছিল না তদের। ম্যাচের ৬২তম মিনিটে গ্যালারি থেকে কিংসের সমর্থকেরা লাল রঙের স্মোক ফ্লেয়ার মাঠে ছুঁড়ে মারলে খেলা ১০ মিনিটের মতো বন্ধ থাকে। ওই বিরতিটাই বলা যায় ম্যাচের টার্নিং পয়েন্ট।
আবার খেলা শুরুর পর আর মাঠে খুঁজে পাওয়া যায়নি মোহামেডানকে। ৭৩ মিনিটে তপু বর্মণের গোলে ম্যাচে সমতা ফেরায় কিংস। ৮০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম কিংসকে এগিয়ে দেন ২–১ গোলে। স্মোক ফ্লেয়ারের বিরতির কারণে ম্যাচে অতিরিক্ত যোগ হয় ১৮ মিনিট! কিন্তু মোহামেডানের তাতে কোনো লাভ হয়নি। উল্টো ৯৭ মিনিটে মিগুয়েলের গোলে সব আশা শেষ হয়ে যায় সাদাকালোদের।
সব মিলিয়ে দুর্দান্ত খেলেছেন মিগুয়েল। গত মৌসুম শেষে নিজ দেশে ছুটিতে গিয়ে ফিটনেস হারিয়ে এসেছিলেন। কিংসের জার্সিতে গত মাসে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে হতাশ করেছেন দলকে।
তবে আজ কিংসের অধিনায়কত্ব করা এই ব্রাজিলিয়ান শুধু নিজেই গোল করেননি, ফাহিম ও তপুর গোল দুটিও তাঁরই সহায়তায়। বলা যায়, তাঁর দুর্দান্ত পারফরম্যান্সেই ঘরোয়া মৌসুমের নতুন এই ট্রফিটা গেল কিংসের ঘরে।
[ad_2]
Source link