Homeদেশের গণমাধ্যমেমোহাম্মদপুরে প্রকাশ্যে পিস্তল বের করে কাউন্সিলরের ভাইয়ের হুমকি

মোহাম্মদপুরে প্রকাশ্যে পিস্তল বের করে কাউন্সিলরের ভাইয়ের হুমকি

[ad_1]

রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, অস্ত্রধারীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই।

পুলিশ বলছে, অস্ত্র প্রদর্শনকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে। দ্রুতই তাকে আটক করা হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে শেরশাহ শুরী রোড অংশে স্বাদ বিরিয়ানির সামনে কোমড় থেকে অস্ত্র বের করে হুমকি দেন রফিকুল ইসলাম বাদল। মোহাম্মদপুর এলাকায় বারবার অস্ত্র প্রদর্শনের এমন ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় তাজমহল রোডের ঈদগাহ মাঠের পাশে রেফ্রিজারেটর দোকানের মালিক মনির হোসেন জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ করে দেখি দোকানের সামনে মোড়ে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। এর মধ্যে একজন লোক পিস্তল উঁচিয়ে অটোরিকশা চালকসহ কয়েকজনকে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, অস্ত্রধারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই। তাকে আটক করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। শিগগির তাকে আইনের আওতায় আনা হবে।

টিটি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত