[ad_1]
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:২৩, ৮ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে বসতঘরে অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরুন্নেসা (৬৫) ও ফুলেছা বেগম (৬০)। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘আগুন লাগার খবর খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।’’
তিনি আরো বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’’
ঢাকা/আজিজ/রাজীব
[ad_2]
Source link