[ad_1]
মৌসুমী হামিদ বললেন, ‘এরপরও আমি হতাশ নই, আশাবাদী। আমি মনে করি, একটা দরজা বন্ধ হলে দশটা দরজা খুলে যায়। তারকা হওয়ার চেয়ে অভিনেত্রী হতে চেষ্টা করছি। যে কারণে কখনোই কারও সঙ্গে জুটি বেঁধে শিল্পী হতে চাইনি, অন্য কোনো কিছুর মধ্যেও থাকিনি। পরিচয় দেওয়ার মতো কম হলেও আমার পছন্দের কাজ রয়েছে। যেগুলো আমাকে শিল্পী কথাটা মনে করিয়ে দেয়।’
‘হাউস হাসবেন্ড’ নিয়ে তিনি আশাবাদী। ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘নয়া মানুষ’ ও ‘রংবাজার’। মৌসুমী হামিদ বলেন, ‘সিনেমা, ওটিটির কাজ নিয়ে এখনো স্বপ্ন দেখি। এখানে “গুটি”সহ যত কাজ করেছি—সবই প্রশংসা এনে দিয়েছে। শৈল্পিক কাজের প্ল্যাটফর্ম এখন বদলে যাচ্ছে। কারণ, দিন শেষে অভিনয়টাই মনে রাখে মানুষ।’
[ad_2]
Source link