[ad_1]
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ ও আশপাশের এলাকায় (ঘটিভাংগা, তাজিয়াকাটা ও হামিদার দিয়া) বিস্তৃত ম্যানগ্রোভ বন ধ্বংসের কার্যক্রম অবিলম্বে বন্ধ এবং সেখানে থাকা অবৈধ চিংড়িঘের উচ্ছেদ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রয়েছে।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মহেশখালীর ছয় ব্যক্তির (লবণচাষি ও উৎপাদক) করা এক আবেদনের শুনানি নিয়ে ‘নো অর্ডার’ দিয়ে হাইকোর্টে এ–সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার এ আদেশ দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল রইল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
এর আগে ‘সংকটাপন্ন সোনাদিয়ায় গাছ কেটে আওয়ামী লীগ নেতাদের মাছ চাষ’ ও ‘প্যারাবন কেটে আরও চিংড়িঘের তৈরি’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এ দুটিসহ গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহ, মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় তিনজন সাংবাদিক, ছয়জন শিক্ষার্থীসহ মহেশখালীর ১২ বাসিন্দা আবেদনকারী হয়ে গত ৫ সেপ্টেম্বর রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৩ অক্টোবর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
[ad_2]
Source link