Homeদেশের গণমাধ্যমেযবিপ্রবিতে ‘শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি’ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

যবিপ্রবিতে ‘শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি’ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

[ad_1]

ট্রফি উন্মোচন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি’ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
একইসঙ্গে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, খেলা হোক আনন্দের, বন্ধু তৈরির মাধ্যম ও শারীরিক সুস্থতার জন্য। অনেক সময় দেখা যায়, খেলায় অপ্রত্যাশিতভাবে ঝামেলা তৈরি হচ্ছে; এসব তৈরি না করে, তোমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক, এটাই আমাদের চাওয়া। খেলার মাঠে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। শিক্ষা, গবেষণা ও খেলাধুলার মতো সহপাঠ্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যবিপ্রবি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বৃহত্তর যশোরের আহত কেউ যদি অর্থাভাবে চিকিৎসা নিতে না পারেন, তাহলে আপনাদের পাশে যবিপ্রবি আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪’-এর সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা।

অনুষ্ঠানে যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ফিন্যান্স অ্যন্ড ব্যাংকিং (এফবি) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল, শরীরচর্চা দপ্তরের কর্মকর্তা মো. আব্দুল্লাহ-হেল কাফি, মো. আব্দুল ওয়াহেদ, উজ্জল চন্দ্র সূত্রধর, মো. শাহিনুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো. রায়হান রাকিব। আগামী ৫ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্ত হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত