Homeদেশের গণমাধ্যমেযশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল দুশ রোগী

যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল দুশ রোগী

[ad_1]

প্রচেষ্টা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং মাঠচাকলা ছাত্র যুব কল্যাণ ফোরাম ও এবিসিডি অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় দুশ রোগী।

মঙ্গলবার (১০ জুন) যশোরের চৌগাছা উপজেলার এবিসিডি কলেজে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, এবিসিডি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রেজাউল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান, প্রচেষ্টা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রফিকুল ইসলাম, প্রচেষ্টা ইন্টারন্যাশনাল আইএনসি (ইউএস) -এর প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি অহিদুল ইসলাম, চৌগাছা মহিলা কলেজের অধ্যাপক ও সমাজসেবক ড. আব্দুস শুকুর মিলন এবং চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে যুগের পর যুগ সেবাদানকারী জনপ্রিয় চিকিৎসক ডা. ইমদাদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন মাঠচাকলা ছাত্র যুব কল্যাণ ফোরাম ও এবিসিডি অঞ্চলের স্বেচ্ছাসেবী টিম।

চিকিৎসাসেবা প্রদান করেন তিনজন অভিজ্ঞ ও মানবতাবাদী চিকিৎসক- ডা. মো. ইমদাদুল হক (প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, সদর হাসপাতাল, ঝিনাইদহ), ডা. মহিম ব্যানার্জী (মিথুন) (ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, গাজী মেডিকেল কলেজ, খুলনা এবং ডা. শান্তা ইসলাম (গাইনি ও অবস বিশেষজ্ঞ, নোভা এইড হাসপাতাল চৌগাছা) যশোর।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচেষ্টা ইন্টারন্যাশনাল -এর প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষী অ্যাটর্নি অহিদুল ইসলাম বলেন, প্রচেষ্টা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজ নিয়ে যাত্রা শুরু করেছিলাম। এর মধ্যে মানুষের স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ব্যক্তিগতভাবে অসংখ্য ভাই-বোনের স্বাস্থ্যসেবা দিয়েছি। আমাদের সাধ্যানুযায়ী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যথাসম্ভব সহযোগিতা করেছি। এবার ড. ইমদাদ ভাই নিজের ব্যস্ততার মধ্যেও এখানে আসতে রাজি হয়েছেন এবং আপনাদের সঙ্গে খোলামেলা কথা বলে রোগের চিকিৎসা দিতে পারেন।

এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমি এই প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। আমার দেখা যত প্রোগ্রাম এখানে হয়েছে তার মধ্যে এটিই জগৎ সেরা। অসুস্থ মানুষের সেবা দেওয়ার জন্য প্রচেষ্টা ওয়েলফেয়ার যে পদক্ষেপ নিয়েছে, আমি এখানে আপনাদের বসার জায়গা দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আর শুধু দেশে নয় বিদেশেও যশোরের চৌগাছা হাসপাতাল খ্যাতি অর্জন করেছে, এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ড. ইমদাদুল হক। যিনি নারী ও শিশুদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, ফ্রি মেডিকেল চিকিৎসা খুবই ভালো একটি উদ্যোগ। মাঠচকলা ছাত্র যুবকল্যাণ ফোরাম শুধু ফ্রি চিকিৎসা না, বিভিন্ন সময় ভালো কাজ করে থাকে। যারা পড়াশোনা করেন তারা এই ধরনের উদ্যোগ নেন। বিভিন্ন জায়গার ছাত্র কল্যাণগুলো এমন কাজ করার সামর্থ্য থাকলেও তারা করে না। মাঠচাকলা ছাত্র যুবকল্যাণ ফোরাম যেন তাদের সেবামূলক কার্যক্রম চালু রাখে সেই প্রত্যাশাই করি।

উল্লেখ্য, ‘সেবাই শ্রেষ্ঠ ধর্ম, আর মানবিক ছোঁয়াই প্রকৃত উন্নয়নের সূচনা’ এই স্লোগানকে সামনে রেখে প্রচেষ্টা ওয়েলফেয়ার ট্রাস্ট গরীব ও অসহায় মানুষদের জন্য বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করে থাকে। স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার যেন প্রান্তিক জনগণের হাতের নাগালে থাকে, সে লক্ষ্যেই স্বাস্থ্যখাতে নানামুখী কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করছে সংগঠনটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত