[ad_1]
যশোরের মণিরামপুরে বিল হরিণার বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে আবাদকৃত প্রায় ১২০০ বিঘা বোরো ক্ষেত। একইসঙ্গে প্লাবিত হয়েছে মাছের ঘের। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ বাঁধ ভেঙে যায়। বেড়িবাঁধ সংস্কারে কয়েকশ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।
জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে আকস্মিক হরিণা খালের ২০-২৫ হাত বাঁধ ভেঙ্গে যায়। খবর পেয়ে স্থানীয়রা এলাকায় মাইকিং করে নিজেদের উদ্যোগে শনিবার দিনভর চেষ্টা করে বাঁধ বেধে পানি আটকাতে ব্যর্থ হন। এতে সেখানে কোমর সমান পানি জমেছে। পরদিনও চলছে একই চেষ্টা করা হয়। তবু পানির স্রোত থামেনি।
স্থানীয়রা বলছেন, খালের পাড় ভেঙ্গে অন্তত ১২০০ বিঘা বোরো আবাদে পানি ঢুকে পড়েছে। সকালে এলাকায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী এসে বাঁশ খুঁটি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করেন। পানির স্রোতের গতি বেশি হওয়ায় দিনভর চেষ্টায়ও বাঁধ দিতে ব্যর্থ হন তারা। এতে ৯০০-১০০০ বিঘা বোরো আবাদ এখন কোমর পানিতে তলিয়ে আছে। রাতে পানি ঢুকে কোন পর্যন্ত তলিয়ে যায় সেটা নিয়ে এলাকার সবাই চিন্তিত। বিমল নামে এক মাছ চাষির ঘের প্লাবিত হয়ে অন্তত কোটি টাকার মাছ ভেসে গেছে।
কৃষক অসীম রায় বলেন, ‘জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমে ধানচাষ করতে পারি না। এখন পানি কমায় ধান চাষ করেছি তাও জলের নিচে চলে গেলো। এখন আমরা কীভাবে সংসার চালাবো সেটাই বুঝে উঠতে পারছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, বিলের ভাঙন অংশ পরিদর্শন করেছি। বাঁধ নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে পর্যায়ক্রমে তাদের আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিলন রহমান/এফএ/এএসএম
[ad_2]
Source link