Homeদেশের গণমাধ্যমেযশোরে ৪৩ বিঘা জলমহাল উদ্ধার করলেন উপজেলা প্রশাসন 

যশোরে ৪৩ বিঘা জলমহাল উদ্ধার করলেন উপজেলা প্রশাসন 

[ad_1]


যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২১ জানুয়ারি ২০২৫  

যশোরে ৪৩ বিঘা জলমহাল উদ্ধার করলেন উপজেলা প্রশাসন 


যশোর চৌগাছায় ভূমিদস্যূদের অবৈধ দখল থেকে ৪৩ বিঘার একটি জলমহাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।  জলমহালটির শ্রেণি (ধানি জমি) পরিবর্তন করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিলেন তারা।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে এই জলমহাল অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা এবং সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। 

স্থানীয় ভূমি অফিস সূত্র জানায়, চৌগাছা মৌজায় ২৭টি আলাদা দাগে ১৪ দশমিক ১০০ একর জমি জলমহাল হিসেবে ছিল। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির নেতৃত্বে এটি দখলে রেখে মাছ চাষ করা হতো। ভূমি অফিসের অসাধু কর্মচারীদের সহায়তায় জমির শ্রেণি পরিবর্তন করে ধানি জমি হিসেবে নিজেদের নামে রেকর্ড করে ভূমিদস্যুরা। বিষয়টি বুঝতে পেরে ভূমি অফিস রেকর্ড সংশোধন করে জলমহালে ফিরিয়ে নেওয়ার জন্য মিসকেস করেন। এরপর দখলকারীরা দেওয়ানী মামলা করে। তবে মামলায় তারা আদালতে হেরে যান। এরপরও অবৈধভাবে জলমহালটি দখলে রেখেছিলেন তারা। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ওই চক্রটি এলাকাছাড়া হয়। এদিকে মিসকেস ও দেওয়ানী মামলা নিষ্পতি হওয়ায় জলমহালটি দখলমুক্ত করা হলো।

এ বিসয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, “জলমহালটি দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যুরা অবৈধভাবে রেকর্ড করে দখলে রেখেছিল। মিসকেসের মাধ্যমে রেকর্ড সংশোধন করে খাস খতিয়ানে নিয়েছি। আজ (গতকাল) দখলমুক্ত করা হলো। এখন জমিটির শ্রেণি পরিবর্তন করে আবার জলমহালে রূপান্তর করার জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হবে। এরপর এটি ইজারা দেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, “উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হলো। এটি আমাদের বড় অর্জন। এটি ধানি শ্রেণিতে আছে এখন এটির শ্রেণি পরিবর্তন করা হবে।” 

তিনি আরো বলেন, “অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পদ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/প্রিয়ব্রত/ইমন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত