[ad_1]
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কাভার্ট ভ্যানের চাপায় ‘গ্রিন লাইন’ পরিবহনের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। তার নাম সুজন সরকার (৩০)। বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস সনিরআখড়া ও মাতুয়াইলের মাঝামাঝি এলাকায় কিছুটা জ্যামে পরে। সে সময় পাশ দিয়ে আসা একটি কাভার্ট ভ্যান ওই বাসের লুকিং গ্লাস ভেঙে ফেলে। এতে হেলপার সুজন কাভার্ট ভ্যানটির চালকের কাছে যায়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাড়বিতণ্ডা হয়। এরই মধ্যে জ্যাম ছেড়ে গেলে কাভার্ট ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুজন চাপা পড়েন।’
তিনি বলেন, ‘সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী রাসেল। সেখানে রাত ৩টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কাভার্টভ্যানটি জব্দসহ চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’
[ad_2]
Source link