রাজধানীর যাত্রাবাড়ী পার্কে বাংলাদেশ ন্যাশনাল নার্সারির বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার কালবেলাকে বলেন, আমাদের ধারণা ফ্লাইওভার থেকে কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে জুয়েল নামে একজন আহত হয়েছেন। আহত জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা নিয়ে আমরা তদন্ত করছি। এ বিষয়ে আমাদের টিম কাজ করছে।