বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এ নির্বাচন যারা চায় না তারা গণতন্ত্রের এবং বিএনপির শত্রু। এদেশের জনগণ নির্বাচনের জন্য গত ১৫ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এখন অনেকেই তা চায় না বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নোয়াখালী সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়াতে পশ্চিমা অঞ্চল বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শেষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় এ নেতা এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, গত ১৫ বছরে বিএনপির লাখ লাখ নেতাকর্মী মামলা হামলায় শিকার হয়েছেন। হাজার হাজার দলীয় কর্মী আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনেও বিএনপির ৮০০ থেকে ৯০০ নেতাকর্মী জীবন দিয়েছেন। হাসিনা পালিয়ে যাওয়ায় মাঠপর্যায়ে তার লোকজনও পালিয়েছে।
তিনি বলেন, এখন কিছু লোক দাবি করে তারা পতিত শেখ হাসিনার পতন করেছেন। গত ১৫ বছরে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির রাজপথে ছিল, যার চূড়ান্ত রায় হলো জুলাই-আগষ্ট। আপনারা কিছুটা সহযোগিতা করেছেন। এখন যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। বরং এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন কেউ কেউ।
বক্তব্য শেষে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
এ সময় বিএনপির জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।