Homeদেশের গণমাধ্যমেযারা ১৫ বছর তাণ্ডব চালিয়েছিল, তাদের ক্ষমা করবো না: জামায়াত আমির

যারা ১৫ বছর তাণ্ডব চালিয়েছিল, তাদের ক্ষমা করবো না: জামায়াত আমির

[ad_1]

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে শুক্রবার (২৯ নভেম্বর) আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের সন্তানরা একটি বৈষম্যহীন সমাজের জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমরাও সেই বৈষম্যহীন দেশ গড়ে তুলতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের মধ্যে জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ তার সকল বৈধ অধিকার ভোগ করবে। শ্রমিক তার অধিকার ভোগ করবে। কৃষক তার অধিকার পাবে। সে তার ফসলের ন্যায্য মূল্য পাবে। আবার অফিস আদালত কোর্ট-কাচারিতে যারা কাজ করেন; তারা জনগণের আমানতের বিষয়ে আল্লাহকে ভয় করবেন।’

তিনি বলেন, ‘২০২৪ সালের এই যুদ্ধে নির্দিষ্ট কোনও দল, কোনও ধর্ম এবং কোনও লিঙ্গের মানুষ করেনি। কোলের শিশুরাও শহীদ হয়েছে। বৃদ্ধরা শাহাদাত বরণ করেছেন। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখাতে হবে। কেউ যেন এই ঐক্য নষ্ট না করতে পারে- এ জন্য আপমর ছাত্র-জনতাকে এবং সমস্ত বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা আমাদের ওপর ফ্যাসিবাদের ডালপালা বিস্তার করেছিলেন, এক নাগাড়ে সাড়ে ১৫ বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন, যারা খুন গুম চালিয়েছিলেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন, আমরা তাদের ক্ষমা করবো না। তাদের প্রত্যেকের বিচার করা হবে।’

জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম দল। এই দলের শীর্ষ নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের বৈধ অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমাদের দলকে শেষপর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল। যারা এই বাংলার জমি থেকে ইসলামী সংগঠন জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে চিরতরে নির্মূল করতে চেয়েছিল, রাব্বুল আলামিন আজ তাদের নিষিদ্ধ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা কর্মীদের বলেছি, আপনারা উল্লাস করবেন না, কারও ওপর হাত তুলবেন না। তারা আমাদের কথা রেখেছে। আমাদের সহকর্মীদের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। আমাদের অন্তরে অনেক কষ্ট।’

চাঁচড়া পথসভা শেষ করে তিনি দ্বিতীয় পথসভা করেন যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার এলাকায়। সবশেষ তিনি শার্শা উপজেলা নাভারণ মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। সভা শেষে তিনি রওনা দেন সাতক্ষীরার উদ্দেশে।

জামায়াতের আমির সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানের একটি ফ্লাইটে যশোরে আসেন। যশোর বিমানবন্দরে দলের জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত