Homeদেশের গণমাধ্যমেযুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ ও ভিয়েতনাম

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ ও ভিয়েতনাম

[ad_1]

বিশ্বব্যাপী পোশাক বাজারে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত দশ বছরে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক সরবরাহের অংশীদারিত্ব প্রায় অর্ধেকে নেমে এসেছে।এর জন্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধকে দায়ী করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও ভিয়েতনামের পোশাক রফতানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস বা ওটেক্সার তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়,২০১৪ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত গত দশ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে প্রায় ৫০ দশমিক ৭৯ শতাংশ।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রে যেখানে বাংলাদেশের পোশাক রফতানি ছিল ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। সেখানে ২০২২ সালে এই রফতানি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে।

অবশ্য ২০২৩ সালে আকস্মিকভাবে এই ধারাবাহিকতার পতন ঘটে। ওই বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি প্রায় এক চতুর্থাংশ হ্রাস পায়। এ সময় বাংলাদেশের রফতানি দাঁড়ায় ৭ দশমিক ২৯ বিলিয়ন ডলারে। যদিও এ সময় সামগ্রিকভাবেই কমে গিয়েছিল যুক্তরাষ্ট্রের পোশাক পণ্যের চাহিদা।

গত দশ বছরে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বড় পরিবর্তন লক্ষ করা গেছে।

২০১৪ সালের যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৮১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করে। ২০২৩ সালে আমদানির পরিমাণ ৭৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে নেমে আসে। করোনা মহামারি এই বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছিল।ফলে ২০২০ সালে আমদানি ৬৪ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলারে নেমে গিয়েছিল। যদিও ২০২২ সালে তা বেড়ে ৯৮ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

চীন একসময় যুক্তরাষ্ট্রের বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ ছিল। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রফতানি ছিল ২৯ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালে এর পরিমাণ কমে দাঁড়ায় ১৬ দশমিক ৩২ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক দশকে  রফতানি হ্রাস পেয়েছে প্রায় ৪৫ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

তবে চীনের এই ক্ষতির সুযোগ নিয়েছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের বাজারে ২০১৪ সালে তাদের রপ্তানির পরিমাণ ছিল ৯ দশমিক ২৭ বিলিয়ন ডলার।  ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। 

এই সময়ে অবশ্য ভারত ও পাকিস্তানের পোশাক রফতানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: অ্যাপারেলস রিসোর্সেস



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত