গতকাল সন্ধ্যায় অনেকটা হুট করেই যুদ্ধবিরতির খবর দেন ট্রাম্প। তিনি জানান, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত রয়েছে ভারত ও পাকিস্তান। এমন ঘোষণা স্বাগত জানান ভারত–পাকিস্তানের, বিশেষ করে কাশ্মীরসহ সীমান্ত এলাকার প্রশাসক, দেশ দুটির রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করেছেন। তিনি বলেন, দুই দেশের এ সমঝোতায় বিবদমান বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ কোনো স্থানে আলোচনার করার কথাও উল্লেখ করা আছে।