Homeদেশের গণমাধ্যমেযুবদল নেতা আক্তার বহিষ্কার | কালবেলা

যুবদল নেতা আক্তার বহিষ্কার | কালবেলা

[ad_1]

চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার গাইবান্ধার যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তারকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা আক্তারুজ্জামানের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখেন।

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী বলেন, চাঁদাবাজ কিংবা অপকর্মকারীদের যুবদলে কোনো ঠাঁই নেই।

এর আগে বুধবার (১ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় সুপ্রিমকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা মো. আক্তারুজ্জামান। স্থানীয় ও বিচারপতির বাড়িতে থাকা লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করে। আগেও গত বছরের ৬ আগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছ থেকে একই পরিমাণ চাঁদা দাবি করেছিলেন তিনি।

ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার আক্তারুজ্জামান আক্তারকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত