Homeদেশের গণমাধ্যমেযে কারণে মেট্রোরেলের টিকিটের নকশা বদল

যে কারণে মেট্রোরেলের টিকিটের নকশা বদল

[ad_1]

ঢাকার মেট্রোরেলের একক যাত্রার টিকিটের নকশা বদল করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে নতুন নকশাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও ডিএমটিসিএল বলছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।

আগের টিকিটে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন এবং জাতীয় ফুল শাপলার ছবি ছিল। কিন্তু সম্প্রতি ছাপানো ২০ হাজার টিকিটে এসব ছবি রাখা হয়নি। এর
পরিবর্তে তারা শুধু মেট্রোরেলের একটি চিত্র প্রদর্শন করেছে। মূলত এ পরিবর্তনটি জনসাধারণের নজরে আসে এবং এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘এমআরটি পাস এবং সিঙ্গেল জার্নি (একক যাত্রা) টিকিটের মধ্যে বিভ্রান্তি এড়াতে ছবিগুলো বাদ দেওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।’

তিনি বলেন, ‘একক যাত্রার টিকিট স্টেশনের মধ্যেই থাকবে এবং তারা ব্যাপকভাবে ব্যবহৃত এমআরটি পাসের নকশা পরিবর্তন করবে না।’

২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে ডিএমটিসিএল দুই ধরনের কার্ড গ্রাহককে দিয়েছে। এর একটি এমআরটি পাস (স্থায়ী কার্ড) এবং অন্যটি একক যাত্রার টিকিট। একক যাত্রার অনেক টিকিট হারিয়ে যাওয়ার পরে পুনরায় ডিজাইন করা হয়েছিল। কর্তৃপক্ষ সন্দেহ করে যাত্রীরা তাদের ভ্রমণের পরে ফেরত দেওয়ার পরিবর্তে এসব টিকিট নিয়ে গেছেন। এসব কার্ডই নতুন করে করা হয়েছে।

এ বিষয়ে জানতে শনিবার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এমএমএ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত