[ad_1]
বিদেশে রেকর্ড
‘পুষ্পা ২’ বৈশ্বিক বক্স অফিস থেকে ২৯৪ কোটি রুপি আয় করেছে। এই ছবি এস এস রাজামৌলির ‘আরআরআর’-কে (২২৩ কোটি রুপি আয় করেছিল) পেছনে ফেলে দিয়েছে। ভারতীয় বক্স অফিসেও ‘পুষ্পা ২’ টেক্কা দিয়েছে রাজামৌলির ছবিকে।
হিন্দিতেও রেকর্ড
হিন্দি ভাষায় সবচেয়ে বড় ওপেনার ছবি হিসেবে ‘পুষ্পা ২’-এর নাম এখন শীর্ষে। মুক্তির প্রথম দিন ৬৫ কোটি ৫ লাখ রুপি আয় করে এই দৌড়ে এত দিন এগিয়ে ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি। ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণের আয় ৬৭ কোটি রুপি। খান সাম্রাজ্যে এবার থাবা বসিয়েছেন ‘পুষ্পা’রূপী আল্লু অর্জুন। শুধু তা-ই নয়, এই প্রথম কোনো দক্ষিণি ছবি হিন্দি বলয়ে এতটা সাফল্য পেল।
[ad_2]
Source link