Homeদেশের গণমাধ্যমেরতন টাটাকে স্মরণ: হুগলির সিঙ্গুরে শিল্পায়নের দাবি বিজেপির

রতন টাটাকে স্মরণ: হুগলির সিঙ্গুরে শিল্পায়নের দাবি বিজেপির


ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি সদ্য প্রয়াত রতন টাটা পশ্চিমবঙ্গের হুগলির সিঙ্গুরে একটি ন্যানো গাড়ি তৈরির কারখানা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কারখানা নির্মাণের এ প্রকল্প অনেক দূর এগোলেও তৎকালীন রাজ্যের বিরোধীদলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে তা সফল হয়নি। রতন টাটার মৃত্যুর পর সিঙ্গুরে আবারও শিল্পায়নের দাবি জানিয়েছে বিজেপি।

রতন টাটার স্মরণে শুক্রবার সিঙ্গুরে একটি মৌন মিছিল করেছে বিজেপি। মিছিল শেষে এ দাবি তুলে ধরেন বিজেপি নেতারা। এ সময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে রতন টাটাকে তাড়িয়ে দিয়েছিলেন। আমরা ঘোষণা দিচ্ছি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই সিঙ্গুরেই শিল্প গড়ে তুলব। এলাকার মানুষের স্বপ্ন পূরণ করব। তাদের দাবি বাস্তবায়ন করব।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত