Homeদেশের গণমাধ্যমেরাউজানে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

রাউজানে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

[ad_1]


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ৬ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২৩:০৪, ৬ ডিসেম্বর ২০২৪

রাউজানে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

রাউজানে উত্তর জেলা বিএনপি`র আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীরা মিছিল বের করলে তাতে আরেক পক্ষ বাধা দেয়


চট্টগ্রামের রাউজানে বিজয় মেলার আয়োজন নিয়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাউজান উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ রাসেল সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, বিজয় মেলার আয়োজনকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষে ৭/৮ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, রাউজান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলা উদযাপনের আয়োজন চলছে। গতকাল ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধের কারণে সেটি উদ্বোধন করা যায়নি।

এর মধ্যে আজ বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে বিজয় মেলা উদযাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় গোলাম আকবর খন্দকারের পক্ষের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলের খবর পেয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা জড়ো হয়ে অপর পক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

রেজাউল/সনি



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত