[ad_1]
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:০৬, ১২ জুন ২০২৫
আপডেট: ১০:১০, ১২ জুন ২০২৫

গ্রেপ্তার সাগর
রাঙামাটির কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পলায়নকৃত আসামি সাগরকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ জানান, বুধবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে আগে চুরির মামলা করা হলেও থানা হাজত থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। আসামিকে আদালতে পাঠানো হবে।
বুধবার (১১ জুন) ভোরে সাগরকে কাপ্তাই থানা পুলিশের সদস্যরা নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে। এ দিন সকাল ৯টার দিকে তিনি থানা হাজত থেকে গ্রিল কেটে পালিয়ে যান।
ঢাকা/শংকর/বকুল
[ad_2]
Source link