[ad_1]
রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে অটোরিকশা থেকে পড়ে সাদেকুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
নিহতের ছেলে সোহেল জানান, তাদের বাসা শ্যামপুরে পশ্চিম ধোলাইপাড় এলাকায়। তার বাবা ব্যাটারিচালিত অটোরিকশা করে বাজারের যাচ্ছিলেন। বাসা থেকে কিছু দূরে গেলে চলন্ত রিকশা থেকে পড়ে আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
[ad_2]
Source link