Homeদেশের গণমাধ্যমেরাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

[ad_1]

প্রকাশিত: ১১:১৭, ১৬ জানুয়ারি ২০২৫  

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত


রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সুজন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত মো. সুজনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মদনপুর। তিনি গ্রিন লাইন পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. রাসেল মিয়া জানান, রাতে শনির আখড়া সেন্টু পাম্পের সামনে তাদের বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন সুজন। এ সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান এসে তাকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গুরুতর আহত হয় সুজন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কদমতলীতে সড়ক দুর্ঘটনায় মধ্যরাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত