Homeদেশের গণমাধ্যমেরাজধানীতে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৪৮

রাজধানীতে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৪৮

[ad_1]

প্রকাশিত: ২৩:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫  
আপডেট: ২৩:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৪৮

মঙ্গলবার রাত ১১টায় ঢাকার তেজগাঁওয়ের সাত রাস্তা এলাকায় অভিযানের বিষয়ে ব্রিফ করেন র‌্যাব-২ এর কর্মকর্তা। ছবি: রাইজিংবিডি


রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চলছে, এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৪৮ জন। তাদের মধ্যে রয়েছে ১৪ জন ডাকাত, ১৬ পেশাদার ও সক্রিয় ছিনতাইকারী, সাতজন চাঁদাবাজ, ১১  জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িতরা।

রাত ১১টায় এই খবর লেখা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চলছিল। রাত ১১টায় তেজগাঁওয়ের সাত রাস্তা এলাকায় অভিযানের বিষয়ে ব্রিফ করেন র‌্যাব-২ এর কর্মকর্তা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা তথ্য অনুযায়ী, ২৪৮ জনকে গ্রেপ্তারের আগে সোমবার (২৪ ফেব্রুযারি) বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে ৬৩৯ জন গ্রেপ্তার  হন। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজধানীতে গ্রেপ্তার করা ২৪৮ জনের মধ্যে কয়েকজনের কাছ থেকে তিনটি ছুরি, চারটি চাকু, একটি প্লায়ার্স, একটি স্ক্রু ড্রাইভার, একটি লোহার শাবল, একটি চাপাতি, একটি দা ও দুটি রড উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪টি ইয়াবা। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল দল দায়িত্ব পালন করে। পাশাপাশি পুলিশ ৫৪টি তল্লাশিচৌকি পরিচালনা করে। এ ছাড়া মহানগরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাতটি, অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র‍্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে। আর পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন রাজধানীতে ৩১টি নিরাপত্তাচৌকি পরিচালনা করে।

ঢাকা/সুকান্ত/মাকসুদ/সাইফ/রাসেল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত