[ad_1]
সরেজমিন দেখা যায়, নয়ন ব্যানার টাঙিয়ে রাস্তার পাশের ফুটপাতে বসেছেন। ব্যানারে লেখা রয়েছে ‘পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামানো যাবে না। আদেশক্রমে ঢাকাবাসী’। আরেকটি ব্যানার তিনি ফুটপাতে বিছিয়ে রেখেছেন। তাতে লেখা ‘পান্থকুঞ্জ পার্ক বাঁচাও, ঢাকার সবুজ বাঁচাও’।
নয়ন জানান, মূলত তিনটি দাবি আদায়ে তিনি অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাঁর দাবিগুলো হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাধ্যমে হাতিরঝিল ভরাট বন্ধ করতে হবে। স্থাপন করা পিলারগুলো সরিয়ে নিয়ে জলাধারের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হবে।
বাকি দুটি দাবি হলো পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে হবে এবং পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হবে। কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ের প্রকল্প বাতিল করে এ অংশের প্রকল্পের সঙ্গে যেসব পেশাজীবী-কর্মকর্তা যুক্ত ছিলেন, তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে।
[ad_2]
Source link