দগ্ধ ফাতেমার খালাতো বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ফাতেমা রাজধানীর একটি হাসপাতালের আয়া হিসেবে কাজ করেন। ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দ হয়। পরে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা তিনজন দগ্ধ হন।
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ঘটনার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।