[ad_1]
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শহিদুল ইসলাম খানকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাঁকে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শহিদুল ইসলাম খান গত ২১ মে অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির সভাপতি।
শহিদুল ইসলামকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাতেই তাঁকে রাজবাড়ী সদর থানায় আনা হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
[ad_2]
Source link