[ad_1]
রাজশাহীতে এবার আমের ফলন ভালো হয়েছে। বাজার চার থেকে পাঁচ জাতের আমে ভরে গেছে। তবে গত বছরের তুলনায় এবার দাম মণপ্রতি ৭০০ থেকে ১ হাজার পর্যন্ত কমেছে।
আমচাষি, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার রাজশাহীতে আমের উৎপাদন বেশি। আমের যে পরিমাণ মুকুল এসেছিল, বেশির ভাগই থেকেছে। ঝড় বা শিলাবৃষ্টি হয়নি। সামনে কোরবানির ঈদ পড়াতে বাজারে আমের দাম কিছুটা কমেছে।
এদিকে রাজশাহী জেলার ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বেশির ভাগ আম ভাঙা হচ্ছে। হিমসাগর বা ক্ষীরশাপাতি শুক্রবার থেকে নামানোর কথা থাকলেও ৮–১০ দিন আগেই পাওয়া যাচ্ছে। বাজারে ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে নির্ধারিত সময়ের অন্তত ১০ দিন আগে থেকে।
[ad_2]
Source link