Homeদেশের গণমাধ্যমেরাজশাহীতে চার চিকিৎসকসহ ১১ জনের করোনা পজিটিভ

রাজশাহীতে চার চিকিৎসকসহ ১১ জনের করোনা পজিটিভ

[ad_1]

রাজশাহীতে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গেলো দুই দিনে ১১ জন করোনা পজিটিভ হওয়া খবর পাওয়া গেছে। যার মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন। এরমধ্যে সোমবার (২ জুন) ৯ জন ও তার আগের দিন রবিবার (১ জুন) দুই জন করোনা পজিটিভ হয়েছেন।

জানা গেছে, সোমবার (২ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯ জন করোনা পজিটিভ। যার মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। তার আগের দিন রবিবার (১ জুন) পিসিআর ল্যাবে দুজনের করোনা টেস্ট করা হলেই দুজনারই পজিটিভ। এরমধ্যে একজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। আর করোনা পজিটিভ হওয়া অন্য রোগীগুলো নিজ নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম বলেন, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে রবিবার (১ জুন) দুজনের করোনা টেস্ট করে দুজনারই পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে একজন রামেক হাসপাতালে ভর্তি রয়েছে। তার শ্বাসকষ্ট আছে। সোমবার (২ জুন) ১৫ জনের করোনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন চিকিৎসক। 

তিনি বলেন, প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম। সবার হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা উপসর্গ রয়েছে। আজকে যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও সবাই একই উপসর্গে আক্রান্ত।
এখানে করোনা টেস্ট রাজশাহী মেডিক্যাল কলেজ ছাড়া আর কোথাও করা হয় না। তাও চিকিৎসক দিয়ে এই টেস্ট করানো হচ্ছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব গতবছর থেকেই বন্ধ।

এ বিষয়ে রাজশাহী সিভিল সার্জন রাজিউল করিম বলেন, বিষয়টি অফিশিয়ালি জানা নেই। তবে সাংবাদিকদের থেকে শুনেছি। কাল লোক পাঠানো হবে খোঁজ নিতে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত