[ad_1]
তালবাড়িয়া গ্রামের আবদুর রহমানও একই কথা বললেন। তিনি বলেন, ‘বাজারে সয়াবিন তেলের কাছে ভিড়ার জো নাই। টিসিবির ত্যাল ১০০ ট্যাকা লিটার পাওয়া যায়। একুন আইসি দেখছি খালি চাল আর ডাল। ত্যাল নাই।’ একই গ্রামের আবদুল মালেক বলেন, ‘ত্যালের লাইগি সকাল থাইকি দাঁড়া আছিল, একুন নাকি ত্যালই নাই। ত্যাল মারি দিচে।’
দুপুরে খোঁজ নিয়ে জানা গেল, রাজশাহী নগরের সাহেববাজারের বড় বড় দোকানগুলোয় এখনো বোতলজাত সয়াবিন তেল নেই বলে দোকানিরা জানাচ্ছেন। তাঁরা বলছেন, খোলা সয়াবিন ভালোটা তাঁদের কাছে আছে। প্রতি লিটার তাঁরা ১৭০ টাকায় বিক্রি করছেন। আর পাম তেল সুপার আছে। প্রতি লিটার ১৬০ টাকা। আগামী শনিবারের আগে বোতলজাত তেল পাওয়া যাবে না।
[ad_2]
Source link